কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে কোনো ধরনের পরিবর্তনের সুযোগ নেই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণেই বাংলাদেশ দল ভারতে যেতে রাজি হয়নি। এই অবস্থানে সরকার অনড় রয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধে সুবিচার করেনি। তবে তারা আশা করছেন, আইসিসি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে।
আসিফ নজরুল আরও বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই চূড়ান্তভাবে নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ এখনও চায় শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে। এ লক্ষ্যে তারা আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন এবং নিজেদের অবস্থান তুলে ধরবেন।
তিনি বলেন, “আমরা শ্রীলঙ্কাকেই বিকল্প ভেন্যু হিসেবে চাই এবং সে জন্য লড়াই চালিয়ে যাব।”
উল্লেখ্য, ভারতের ভেন্যু নিয়ে নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক পরিস্থিতির কারণে শুরু থেকেই বাংলাদেশ দলের সেখানে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা শেষ পর্যন্ত অংশ না নেওয়ার সিদ্ধান্তে গড়াল।