২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থনীতি

দেশে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের এক ভরি ২ লাখ ৪৯ হাজার টাকায়

দেশে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের এক ভরি ২ লাখ ৪৯ হাজার টাকায়

ডায়ালসিলেট২৪ ডটকম, অর্থনীতি ডেস্ক:

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)–এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং–এর সভায় নতুন দাম নির্ধারণ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩,১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হলো। এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।