
সোহেল আহমদ :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানানো হয়েছে ।
বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। দেশের মানুষ তাকে খেতাব দিয়েছে আপসহীন নেত্রী। দল-মত নির্বিশেষে তিনি শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে তার উত্থান।
দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেন। ওয়ান ইলেভেনের সময় দেশ ছাড়তে চাপ দেওয়া হলেও তিনি দেশ ছাড়েননি।
গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে নানা অন্যায় মামলার শিকার হয়ে টানা সাত বছর কারাবন্দি জীবন কাটিয়েছেন। তবু খালেদা জিয়া আপস করেননি।তার মত সাহসী ও আপোষহীন নেত্রীর প্রতি সশস্ত্র সালাম।