২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনোদন

‘আমি একটা পরী’— সমালোচকদের উদ্দেশে পরীমণির কড়া ও আত্মবিশ্বাসী বার্তা

‘আমি একটা পরী’— সমালোচকদের উদ্দেশে পরীমণির কড়া ও আত্মবিশ্বাসী বার্তা

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরী মণি বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। রূপালি পর্দার পাশাপাশি ফেসবুকেও তার উপস্থিতি ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। তবে প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই নেটিজেনদের একাংশের অযাচিত কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

এবার সেই সমালোচকদের উদ্দেশেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন এই চিত্রনায়িকা। পোস্টে তিনি নেতিবাচক মানসিকতার কঠোর সমালোচনা করে লেখেন, “বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।”

অন্যের রূপ বা বয়স নিয়ে ট্রল না করে নিজের জীবনকে উপভোগ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।”

সবশেষে নিজের আত্মবিশ্বাস ও স্বকীয়তার প্রকাশ ঘটিয়ে পরীমণি লেখেন, “আমি একটা পরী।”

চিত্রনায়িকার এই আত্মবিশ্বাসী ও শক্ত বার্তাটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার সাহসী অবস্থানের প্রশংসা করছেন। অনেকেই মনে করছেন, যারা অকারণে ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষ করেন, তাদের জন্য পরীমণির এই বক্তব্য একটি যথাযথ ও সময়োপযোগী জবাব।