২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

সুনামগঞ্জের ৫ আসনে প্রতীক পেলেন ২৩ প্রার্থী, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু

সুনামগঞ্জের ৫ আসনে প্রতীক পেলেন ২৩ প্রার্থী, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে একে একে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন।

🔹 সুনামগঞ্জ-১ আসন:

  • ধানের শীষ: বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল

  • দাঁড়িপাল্লা: জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ

  • বই: নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার

🔹 সুনামগঞ্জ-২ আসন:

  • ধানের শীষ: বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী

  • দাঁড়িপাল্লা: মোহাম্মদ শিশির মনির

  • কাস্তে: কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস

🔹 সুনামগঞ্জ-৩ আসন:

  • ধানের শীষ: বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ

  • রিকশা: খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী

  • তালা: স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন

  • টেবিল ঘড়ি: মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার)

  • দেওয়াল ঘড়ি: খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ

  • ঈগল: এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম

  • ফুটবল: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ

🔹 সুনামগঞ্জ-৪ আসন:

  • ধানের শীষ: বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম

  • মোটরসাইকেল: স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন

  • লাঙ্গল: জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হুদা

  • দাঁড়িপাল্লা: জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সামছ উদ্দিন

  • হাতপাখা: ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম

🔹 সুনামগঞ্জ-৫ আসন:

  • ধানের শীষ: বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ

  • দাঁড়িপাল্লা: জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম

  • দেওয়াল ঘড়ি: খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির

  • লাঙ্গল: জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম

  • আম: ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মো. আজিজুল হক

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “প্রার্থীরা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। তবে সবাইকে অবশ্যই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলতে হবে।”

তিনি আরও বলেন, “আচরণবিধি লঙ্ঘনের ফলে নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সকল প্রার্থীকে সতর্ক থাকতে হবে।”