২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

গত ১৬ বছর ধরে নির্বাচনের নামে তামাশা হয়েছে: মৌলভীবাজারে তারেক রহমান

গত ১৬ বছর ধরে নির্বাচনের নামে তামাশা হয়েছে: মৌলভীবাজারে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে নির্বাচনের নামে দেশে একের পর এক তামাশা হয়েছে। জনগণকে প্রকৃত অর্থে কখনো ভোট দিতে দেওয়া হয়নি। নিশিরাতের নির্বাচন ও ভোটচুরির মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টা ৫ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারসংলগ্ন আইনপুর খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা গত ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। কেউ প্রতিবাদ করলে গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে মৌলভীবাজার অঞ্চলে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। না হয়েছে সড়ক, হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ। অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় অর্থমন্ত্রী সাইফুর রহমানের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল। কিন্তু ২০০৮ সালের পর সব উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, সংসদে জনগণের সমস্যার কথা বলার পরিবেশ ছিল না। সেখানে মানুষের প্রত্যাশার বিপরীতে প্রশংসা ও তোষামোদমূলক কর্মকাণ্ড চলেছে। বর্তমানে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি এসব অপপ্রচারে জড়িতদের বর্জনের আহ্বান জানান।

বিএনপি ক্ষমতায় গেলে চা-শ্রমিকসহ দিনমজুর শ্রেণির নারীদের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি করে লাখ লাখ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি আবারও জনগণের অধিকার ফিরিয়ে আনতে চায়।

বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত এক হজ পালনকারী ব্যক্তিকে প্রশ্ন করেন, বেহেশত ও দোজখের মালিক কে—জবাবে তিনি বলেন, আল্লাহ। এরপর তারেক রহমান বলেন, তাহলে কোনো দল কি বেহেশতের টিকিট দিতে পারে? উপস্থিত জনতা একসঙ্গে বলেন, না। এ সময় মাঠজুড়ে ব্যাপক সাড়া পড়ে যায়।

তিনি বলেন, বিএনপির মূল শক্তি জনগণ। জনগণের ভোটের মাধ্যমেই দেশ পুনর্গঠন সম্ভব। ক্ষমতায় গেলে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে।

সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। যৌথ সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমান।

এ ছাড়া বক্তব্য দেন মৌলভীবাজারের অপর তিন আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আহমদ মিঠু ও শওকতুল ইসলাম শকু, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা ফয়সল আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিকাল ৩টা ৫৫ মিনিটে তারেক রহমান হবিগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হন।