২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যারা বেহেশত ও দোজখের টিকিট দেয় তারা শিরক করছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। এগুলোর টিকিট দেওয়ার দাবি করা স্পষ্ট শিরক। যারা এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তারা ধর্মের অপব্যবহার করছে এবং জনগণকে প্রতারণা করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ন্যায় ও আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করা হবে। বিএনপি সরকার গঠন করলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করা হবে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, নির্বাচনের আগেই একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে প্রতারণা করছে। তারা নির্বাচনের পর কীভাবে জনগণকে ঠকাবে, তা জনগণ ভালোভাবেই বুঝে নেবে।

তিনি আরও বলেন, দেশে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা অতীতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করেছিল এবং পরে দেশ ছেড়ে পালিয়েছিল, তারাই আবার নতুন করে ষড়যন্ত্র করছে। তবে দেশের জনগণ যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।

গত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই দুর্নীতির অবসান ঘটিয়ে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে।

কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

তিনি বলেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়—সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে দেশ পরিচালিত হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

নারীদের স্বনির্ভরতা ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লাখ লাখ বেকারের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।

এছাড়া গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এতে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।