যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির’ নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি সভাপতি পদে মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক পদে আব্দুল বাছির এবং কোষাধ্যক্ষ হিসেবে মির্জা আবুল কাসেম নির্বাচিত হয়েছেন।
রোববার পূর্ব লন্ডনের একটি হলরুমে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
এজিএম শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সদস্যদের উপস্থিতিতে ভোট নেওয়া হয়।
নির্বাচনে আরও যারা জয় পেলেন- ভাইস প্রেসিডেন্ট পদে এস কে এম আশরাফুল হুদা, ইমদাদুন খানম ও সাহেদা রহমান, সহকারী সম্পাদক পদে এ রহমান অলি ও আসমা মতিন, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি, সহকারী কোষাধ্যক্ষ আনোয়ারুল হক শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সুহেল আহমদ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি ইমরান তালুকদার।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনসার আহমদ উল্লাহ, মো. সাজিদুর রহমান এবং মিজানুর রহমান মীরু।
সংগঠনের সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন এবং সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবছর নির্বাহী কমিটির ১৫টি পদের বিপরীতে মোট ২১ জন সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।