Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: গাজায় ‘গণহত্যার’ ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছেন ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। সোমবার (৭ অক্টোবর) তিনি বলেন, গাজায় গণহত্যাকে (হামাসের হামলায় ইসরাইলি নিহতের) পাল্টা জবাব হিসেবে বিবেচনা অগ্রহণযোগ্য।
ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি ভূখণ্ডে ঢুকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল ভ্যাটিকানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। তিনি বলেন, এখনো জিম্মিদের জন্য প্রার্থনা করি।
তিনি আরো বলেন, হামাস-ইসরাইল যুদ্ধ বিপর্যয়কর এবং অমানবিক পরিণতি ডেকে এনেছে। ফিলিস্তিনে প্রতিদিন সাধারণ মানুষের মৃত্যু দেখে তিনি মর্মাহত বলেও জানান।
প্যারোলিন বলেন, ফিলিস্তিনে রোজ সাধারণ মানুষের মৃত্যু দেখে মর্মাহত হই, বিশেষ করে শিশুদের জন্য। এই শিশুদের একমাত্র দোষ মনে হয়— তারা গাজায় জন্মগ্রহণ করেছে।
তিনি আরো বলেন, পাল্টা প্রতিশোধ হিসেবে মানুষকে এভাবে গণহারে হত্যা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।
যারা গাজায় ইসরাইলের হামলাকে ইহুদি বিদ্বেষের উচিত শিক্ষা বলে সমর্থন দিচ্ছেন, তাদেরও নিন্দা করেছেন প্যারোলিন। এটাকে তিনি ‘ক্যান্সার’ আখ্যায়িত করেছেন।
তিনি আরো বলেন, ঘৃণার বিকৃত শৃঙ্খল এমন সর্পিলাকার ধারণ করতে পারে, যা ভালো কোনো ফল বয়ে আনে না
