ডায়াল সিলেট ডেস্ক;-
Thank you for reading this post, don't forget to subscribe!ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরতলির গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ তাসলিমা খাতুন ওই গ্রামের কাঠমিস্ত্রি লাল মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে লাল মিয়া পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রি লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কাজ করেন। সকালে লাল মিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে আসেন। এরপর বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা-মা কাউকেই না দেখতে পেরে তাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে রাতে তাদের কাঠের দোকানে গেলে সেটা তালাবদ্ধ দেখে দোকানের উঁকি দিলে ভেতরে তার মায়ের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। তখন সে পুলিশে খবর দেয়।
এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত গৃহবধূ তাসলিমার গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করে লাল মিয়া পালিয়েছে। তাকে গ্রেপ্তার করলে হত্যার কারণ জানা যাবে। পুলিশ লাল মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

