ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!আগামী ২৩ অক্টোবর লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি। তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।
ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস। এরই ধারাবাহিকতায় লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ২৩ অক্টোবর নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। এ ফ্লাইটের মাধ্যমে সংযুক্ত তালিকাভুক্ত তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
তালিকাভুক্ত অভিবাসীদের ১৯ অক্টোবর দূতাবাসে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া তাদের আগামী ২২ অক্টোবর দেশে ফেরার পূর্ণ প্রস্তুতিসহ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানানো যাচ্ছে। উপস্থিত সবাইকে পরবর্তীতে দূতাবাস প্রাঙ্গণ থেকে লিবিয়া সরকারের অভ্যর্থনা কেন্দ্রে (নির্দিষ্ট হোস্টেল) নিয়ে যাওয়া হবে। অভ্যর্থনা কেন্দ্রে রাত্রিযাপনের পরদিন ২৩ অক্টোবর নির্ধারিত সময়ে সরকারি ব্যবস্থাপনায় মেতিগা বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে।

