ডায়ালসিলেট ডেস্ক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের বড় ভাই নজমুল হোসেন বেলাল ইন্তেকাল করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা ৬টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে নজমুল হোসেন বেলালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের নামাজের জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

