ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে সারওয়ার আলমের সততা, সাহসিকতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন তিনি।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে অভিযান চালিয়ে সারওয়ার দেশজুড়ে আলোচনায় আসেন। এতে ক্ষুব্ধ হয় শক্তিশালী দুর্নীতিবাজ চক্র। পরে তার পদোন্নতি আটকে যায় এবং গুরুত্বহীন পদে বদলি হয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দেন। সেখানে এক পর্যায়ে প্রবাসীদের আন্দোলন পরিস্থিতিতে সারওয়ার আলমকে দেখে কর্মীরা শান্ত হন এবং তার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এ ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সারওয়ার আলম নিজেও আবেগাপ্লুত হন।
আসিফ নজরুল তার পোস্টে আরও উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে সারওয়ার আলম সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। প্রবাসী কর্মীদের ছাড়পত্রের ডিজিটালাইজেশন, মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা, জাপান-কোরিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ ও প্রবাসী লাউঞ্জ স্থাপনে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “সরকারি কর্মকর্তারা সাধারণত যান্ত্রিকভাবে কাজ করেন। তবে সারওয়ারের মতো কর্মকর্তাদের সার্বক্ষণিক সহায়তা ছাড়া বড় কোনো সংস্কার করা সম্ভব হতো না।”
তবে সারওয়ারকে নিয়ে একটি দুঃখের কথাও প্রকাশ করেন আসিফ নজরুল। তার ভাষায়, “সারওয়ার রাজনীতির ধারেকাছে না থাকা একজন পেশাদার মানুষ। তবু তাকে নিয়েও কালিমা লাগানোর অপচেষ্টা হয়েছে। আমি তার প্রতিকার পুরোপুরি করতে পারিনি, এই কষ্ট থাকবে।”
পোস্টের শেষে সারওয়ার আলমকে মিস করছেন জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, “দোয়া করি, জুনিয়র অফিসাররা আপনাকে দেখে শিখুক। শুধু সিলেট নয়, সততা, সাহস আর কর্মনিষ্ঠার জন্য সারা দেশের মানুষ আপনাকে ভালোবাসে।”

