জগন্নাথপুর উপজেলা উপ-নির্বাচন

 

Thank you for reading this post, don't forget to subscribe!

জগন্নাথপুর প্রতিনিধি :: আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

 

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

মনোনয়ন সংগ্রহ করে মুক্তা বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন করার জন্য দলের মনোনয়ন ফরম নিয়েছি। দল চাইলে নির্বাচন করবো।

 

আগামী ২৫ মে জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

গতবছরের ২ নভেম্বর অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তাদীর আহমদ মুক্তা। এ কারণে দল তাকে অব্যাহতি দেয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক পত্রে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *