ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ফের দলবদল করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।বাংলাদেশ খেলাফত মজলিসে শাহীনূর পাশার যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচন করে হেরে যান।খেলাফতে মজলিসে যোগ দেওয়ার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সোমবার বিকেলে শাহীনূর পাশা চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি।’ গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন।শাহীনুর পাশা ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পরে ২০০৫ সালের এপ্রিল মাসে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে শাহীনূর পাশা আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।

