নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় দুটি ল্যাবে মোট সনাক্ত হয়েছেন ৭৪ জন। রবিবার রাত পর্যন্ত দুটি ল্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৬৬ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৮জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ হাজার ০৫৭ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৬টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২১৬ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৪ জন ও পুরুষ ২৩ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ৫২ জন, হবিগঞ্জ ৫জন, মৌলভীবাজার জেলায় ১৭ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২১টি স্যাম্পুল রিসিব করা হয়েছে ল্যাবে ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৩ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সকলেই সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ৬০জন, হবিগঞ্জ ৫ জন, মৌলভীবাজারে ১৭ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৪ জন ।

