নিজস্ব প্রতিবেদক :: সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় বই উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল ইসলাম।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক মো. শাফায়াত আলম, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার,প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার চৌধুরী।
এবারে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসের সেরা সাফল্য অর্জন করেছে সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়।মোট ৭৪ জন পরিক্ষার্থীর মধ্যে ৬০ জন এ প্লাস,৯জন এ এবং বাকি ৫জন এমাইনাস পেয়েছে যা বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় এক অনন্য রেকর্ড।
এদিকে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী আদৃতা তালুকদার ও নাফিসা তাবাস্সুম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ।
পরে উৎসবমুখর পরিবেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। প্রতি বছরের ন্যায় এবার বাংলাদেশ সরকার ৪ কোটি ২৭ লক্ষ ৭২ হাজার ৭৪৭ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৩৯ লক্ষ ৯৪ হাজার ১৯৭ টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করেছে।

