ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট সেক্টরের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের চোরাই পথে আসা মালামাল জব্দ করেছে ।২৩ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক নুরুল হুদা।
বুধ ও বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালন ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করে। অভিযানে সংশ্লিষ্ট ছিল সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা বিওপি (সীমান্ত চৌকি)। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবির চৌকস সদস্যরা তাৎক্ষণিক ও সফল প্রতিক্রিয়া দেখিয়ে এই বিপুল পরিমাণ মালামাল আটক করতে সক্ষম হন।
এই সফলতা উপলক্ষে গণমাধ্যমকে অবহিত করতে বৃহস্পতিবার(২৪ জুলাই) সিলেটের আখালিয়াস্থ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে সিলেট ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা সাম্প্রতিক অভিযানের সার্বিক চিত্র ও বিজিবির কৌশলগত অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তে বিজিবির উপস্থিতি এখন চোরাচালানকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রীয় অর্থনীতিকে সুরক্ষা দেওয়া, অবৈধ ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ সীমান্ত গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের সুসংগঠিত নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং চৌকস সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় চোরাচালান কার্যক্রম এখন অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত এলাকাকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে বিজিবির ভূমিকা অতুলনীয়। জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

