ডায়ালসিলেট :বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, রক্তে কেনা এই দেশে জালেমদের ঠাঁই কখনোই হবেনা। জালেমরা চিরকালই ইতিহাসের আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত হয়ে এসেছে বর্তমানে তাই হচ্ছে এবং ভবিষ্যতেও তাই হবে। তিনি বলেন দেশ ও সমাজের প্রতি কমিটমেন্ট থাকলে সুদূর পরবাসে থেকেও ভালো কাজ করা যায় সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু তাই করে দেখালেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে অষ্টাদশ কেমুসাস বইমেলা মঞ্চে বিশিষ্ট সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু সম্পাদিত ও মুক্তসময় মাল্টিমিডিয়া আয়োজিত আওয়ামী দুঃশাসনের শ্বেতপত্র ‘ইতিহাসের কাঠগড়ায় আওয়ামীলীগ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট সাংবাদিক কবি নিজাম উদ্দিন সালেহ’র সভাপতিত্বে ও কবি-সাংবাদিক হেলাল নির্ঝর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ এবং বিশেষ বক্তার বক্তব্য রাখেন যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর নবনিযুক্ত স্বাধীন পরিচালক, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু।
মো. ইসমাইল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক-সংগঠক ও এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, সাংবাদিক ও কবি সালেহ আহমেদ, কবি-অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, প্রভাষক রায়হান উদ্দিন, লেখক তাসলিমা খানম বীথি, কবি কামাল আহমদ, সাংবাদিক ও সংগঠক এমজেএইচ জামিল, সাংবাদিক নোমান বিন আরমান, সাংবাদিক জুবের আহমদ সার্জন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের অন্যতম কবি হেলাল হাফিজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কবির বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।

