ডায়াল সিলেট ডেস্ক :: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে সংগঠনের এমসি কলেজ শাখা।
মিছিলটি ক্যাম্পাসের ছাত্র সংসদ ভবনের সামনে অবস্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে শহিদমিনারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার সংগঠক মিসবাহ খানের পরিচালনায় ও সুমিত কান্তি দাস পিনাকের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, কলেজ শাখার সংগঠক জুবায়ের আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ রোধসহ ছাত্রসমাজের অধিকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এ সংগঠন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এমসি কলেজেও লড়ে যাচ্ছে ছাত্র ফ্রন্ট। শতবর্ষী এ বিদ্যাপীঠে লাইব্রেরি-সেমিনারে পর্যাপ্ত বই নেই। ১৪ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে আবাসন সুবিধা পান মাত্র ৪০০ শিক্ষার্থী। রয়েছে পরিবহন সংকট। এখনও চালু হয়নি বাণিজ্য অনুষদ। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রতি সেশনে ২১০টি ক্লাস হওয়ার কথা থাকলেও সেখানে ক্লাস হচ্ছে ৩০-৪০ দিন। বিভাগগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষক। অবিলম্বে এসব সমস্যার সমাধান করতে হবে।
বক্তারা আরো বলেন, ১৮৬৯ এর গণআন্দোলনে শহিদ আসাদ একসময় এমসি কলেজের ছাত্র ছিলেন। যা কলেজের শিক্ষার্থীরা জানেন না। তাই শহিদ আসাদ স্মরণে ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *