নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনা আক্রান্তে সনাক্ত হয়েছেন ২৯ জন। বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৯ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩২৭ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৫৩ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৯ জন ও পুরুষ ২০ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জ জেলায় ২জন, হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।

