২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশ

ওসমানী বিমানবন্দরের রানওয়ের ট্রান্সফরমারের সংযোগ তার চুরি করতি গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ওসমানী বিমানবন্দরের রানওয়ের ট্রান্সফরমারের সংযোগ তার চুরি করতি গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, রাতে রানওয়ে এলাকার পাশে ট্রান্সফরমারের সংযোগের তার চুরি করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে বিমানবন্দর পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ তথ্যটি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।