ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের সেবা ও অনিয়ম নিয়ে রয়েছে বিভিন্ন অভিযোগ। অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে সিলেট দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েজ মজুমদারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালের অনিয়ম নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়ার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা হচ্ছে। বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়া অভিযানের সময় (দুপুর ১টা) পর্যন্ত চলমান ছিল।
অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেওয়া খাবার, প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালের নথিপত্রও খতিয়ে দেখছেন তারা।
সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নেন। তবে দীর্ঘদিন ধরে এ হাসপাতালের সেবা নিয়ে রোগীদের নানা অভিযোগ রয়েছে। পাশাপাশি অনিয়মেরও অভিযোগ উঠেছে বারবার।

