ডায়ালসিলেট ডেস্ক:: সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। যে কোনও উৎসবেই ভক্তদের শুভেচ্ছা জানাতে বিলম্ব করেন না তিনি। তবে শুভেচ্ছা জানাতে গিয়ে এর আগে বহুবার কট্টরপন্থীরা আক্রমণ করেছেন নুসরাতকে। দীপাবলিতেও অন্যথা হল না। একেবারে নতুন সাজে ছবি আপলোড করে নুসরাত কটাক্ষের শিকার হয়েছেন। এ ব্যাপারে তিনি স্পষ্ট জানিয়েছেন, নিজের ধর্মের প্রতি তার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তেমনই অন্য ধর্ম ও উৎসবকেও তিনি সম্মান করেন। উল্লেখ্য, দীপাবলির জন্য নুসরাত বেছে নিয়েছেন হালকা রঙের একটি লেহেঙ্গা।
Thank you for reading this post, don't forget to subscribe!সঙ্গে হাতে মেহেন্দি আর কানে বড় ঝুমকো দুল। ছবির সঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী। নুসরাত ছবি আপলোড করে তার ক্যাপশনে লিখেছেন, শুভ দীপাবলি। সকলের জীবনে আলো, সমৃদ্ধি ও সুখ কায়েম থাকুক।

