নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ওসমানি ও শাবি ল্যাব দুটিতে করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩১ জন। শনিবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ১০ জন এবং শাবি ল্যাবে ২১জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে সিলেট ওসামানি ল্যাবে স্যাম্পুল রিসিব করা হয় ২৩৭ টি । তার মধ্যে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৬৮ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৪ জন ও পুরুষ ৬ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৬জন এবং মৌলভীবাজার জেলার ৪জন রয়েছেন।
অন্যদিকে শাবি ল্যাব থেকে ৩০ জনের স্যাম্পুল রিসিভ করা হয়। তার মধ্যে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হলে ২১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ৭৩ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ৩ জন রয়েছেন।
এনিয়ে সিলেটবিভাগের চারটি জেলার ৩১জনের মধ্যে সিলেট জেলার ৬ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজারে ৪জন আক্রান্ত হয়েছেন।

