সিলেটের দুটি ল্যাবে করোনায় পজেটিভ ধরা পড়েছে ৩৯জন। এতে ওসমানি ল্যাবে সনাক্ত হয়েছেন ১৯জন এবং শাবি ল্যাবে পজেটিভ সনাক্ত হন ২০জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে স্যাম্পুল রিসিব করা হয় ২৩০ টি । তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৬৩ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৪ জন ও পুরুষ ১৫ জন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১৭জন, সুনামগঞ্জের ১জন এবং মৌলভীবাজার জেলার ১জন রয়েছেন।
অন্যদিকে শাবি ল্যাব থেকে ১৯৩ জনের স্যাম্পুল রিসিভ করা হয়। তার মধ্যে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হলে ২০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৬৮ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেটে ১১জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ৪ জন রয়েছেন।
এনিয়ে সিলেটবিভাগের চারটি জেলার ৩৯জনের মধ্যে সিলেট জেলার ২৮ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজারে ১জন আক্রান্ত হয়েছেন।

