ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয ।
গ্রেফতারকৃত জুয়েল আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিরোধিতা ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায় জুয়েল আহমদের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট ছিল। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় অন্য কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রতন শেখ আটকের এ তথ্যটি নিশ্চিত করে জানান ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

