ডায়াল সিলেট ডেস্ক;-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের খাদিমনগর চা-বাগানের সবুজ টিলান জমি অবৈধভাবে দখল করে প্লট আকারে বিক্রি করার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযোগ রয়েছে, বাগানের বর্তমান ব্যবস্থাপক ও তার সহযোগীরা সরকারি জমি দখলে সরাসরি সহায়তা করেছেন, যা এক সময়ের নিসর্গ ঘেরা চা-বাগানকে অঘোষিত আবাসিক এলাকায় পরিণত করার দিকে নিয়ে যাচ্ছিল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়ার নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় টিলায় অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনের ঘর ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চা-বাগানের টিলায় প্লট আকারে জমি বিক্রি করা হচ্ছে। তারা অভিযোগ করেছেন, বাগানের বর্তমান ব্যবস্থাপকসহ একাধিক ব্যক্তি এতে জড়িত এবং বিষয়টি বাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারে চলছে। স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ বাড়ি-ঘর নির্মাণ ও টিলা কাটার বিষয়টি আমরা রুখতে পেরেছি। কিছু জমি ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাগানের ব্যবস্থাপককে অভিযানের সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি সহযোগিতা করেননি। নিয়মিত মামলা দায়ের এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

