ডায়াল সিলেট ডেসক
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় আরও তিনজনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নতুন তিনজনসহ আগস্টের ৭ দিনে সিলেট বিভাগজুড়ে ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ৯ জনের।
এদিকে চলতি বছর এ সংখ্যা মোট ৭১। সনাক্তকৃতদের মধ্যে মোট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
এদের মধ্যে সিলেটের মাউন্ড এডোরা হসপিটালে ১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপতালে ১ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন ৩ জন।
এ বছর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু সনাক্ত হয়েছে হবিগঞ্জে মোট ২৮ জন, এরপর সিলেট জেলায় সনাক্ত হয়েছেন ২১ জন। এছাড়াও মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে সনাক্ত হয়েছেন ৭ জন।
এবছর এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

