ডায়ালসিলেট ডেস্ক:: রবিবার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে সায়েম আহমদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
Thank you for reading this post, don't forget to subscribe!পরে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হলে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি উপজেলার রনকেলী দিঘীরপাড় গ্রামের মৃত সিকান্দার আহমেদ চৌধুরীর ছেলে।
থানা সূত্রে জানা যায় তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারী পরোয়ানাসহ ৬টি মামলা রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন জাল জালিয়াতির সাথে জড়িত।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বলেন, তার নামে ৬টি মামলা রয়েছে ও তিনি একাধিক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। ওইদিন দুপুরে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

