ডায়ালসিলেট::সিলেটের গোলাপগঞ্জে ২৫০ গ্রাম গাঁজা সহ মো. আলেখ হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার রাতে ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ রোডের খাসিখাল ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলেখ হোসেন বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত আরমিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় (মামলা নং-১০) একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার রনকেলী উত্তর গ্রামের ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ রোডের খাসিখাল ব্রিজের উপর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলেখ হোসেনকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

