ডায়াল সিলেট ডেস্ক;-

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ছুটি না নিয়ে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি থাকা অবস্থায় নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাড়ি জমানোর অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

চাকরিচ্যুত হওয়া চার শিক্ষিকা হলেন—মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাজেদা বেগম, আলম রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জারিন তাসনিম, মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফসানা ইসলাম এবং ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদিকুর নাহার শেখা।

জানা যায়, এসব শিক্ষক ছুটি না নিয়ে দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাদের বিদেশে অবস্থান করার তথ্য পাওয়া যায়। এর ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দেখা দেয় এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হয়।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক শাখাওয়াত এরশেদ বলেন, “বিনা ছুটিতে ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা সকলেই সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।”

তিনি আরও জানান, এ ধরণের অনিয়মের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেয়া হয়েছে। গেল ২১ মাসে ছুটি না নিয়ে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় জেলার ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাদের অধিকাংশকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা দপ্তরের একাধিক সূত্র জানায়, ছুটি না নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে। সিলেট বিভাগের শত শত শিক্ষক বিনা অনুমতিতে বিদেশে পাড়ি জমাচ্ছেন, যা শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *