ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত । একই সঙ্গে জব্দ করা হয়েছে বালু ভর্তি ২টি ট্রলি।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মিলন মিয়া (২৭) এবং লাল মিয়ার পুত্র ফালান মিয়া (২৫)।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। আদালত বসে দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের চিলাই নদীর ভোলাখালী ব্রিজ সংলগ্ন এলাকায়।
এ সময় ইউএনও অরুপ রতন সিংহ বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে, যার ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই ধরনের অপরাধ নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় কৃষি ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

