ডায়ালসিলেট ডেস্ক:: ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত সন্দেহে আরশ আলী (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আরশ আলী উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত মদরিছ আলী’র পুত্র।
ঘটনার ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
অভিযানের সময় এসআই মহিন উদ্দিন, এএসআই মোহাম্মদ আলী শিপন উপস্থিত ছিলেন। বুধবার গভীর রাতে গোবিন্দগঞ্জ বাজারের ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

