১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রদল নেতাকে বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে

ডায়াল সিলেট ডেস্কঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের  সাবেক আহ্বায়ক রুহুল আমিনকে ডেনমার্ক গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার (৩১ আগস্ট) দুপুরে ডিগ্রি কলেজের হল রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্টিত হয়। সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পরিচালনা বক্তব্য রাখেন রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ সাব্বির আহমদ, সাবেক সদস্য শাকিল আহমদ, সাবেক সদস্য হেলাল আহমদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নাঈম হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার যুগ্ম সম্পাদক সাব্বির আলী যুগ্ম সম্পাদক রোহান আহমদ ও সহ-সাংগঠনিক  সম্পাদক জাহিদ আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইব্রাহিম আহমদ, সহ-সভাপতি নাঈম আহমেদ, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি সাদনান নাজিম, সহ-সভাপতি আকতার আলী, যুগ্ন সম্পাদক নাহিদুল হক নোমান, সহ-সাধারণ সম্পাদক সাদেক হোসেন রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়জনুর আহমদম সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ মিয়া, সদস্য মাহবুবুর রহমান, সদস্য তাহমিদ হাসান, সদস্য রাহেদ আহমদ চৌধুরী, ফোযায়েল আহমদ সহ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সংবর্ধিত অতিথিকে সম্মননা ক্রেষ্ট দেওয়া হয়।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });