ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। আজ রবিবার (১০ জানুয়ারি) তাদেরকে সুনামগঞ্জের জেলহাজতে পাঠানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ জানায়, গতকাল শনিবার (৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান নিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই বিড়ি বিক্রেতাকে আটক করে। আটককৃতরা হলেন- সৈয়দপুরের আগুনকোনা গ্রামের মৃত গুলজার আহমদের ছেলে (২০) ও বিশম্বরপুর উপজেলার চত্রিশ গ্রামের আব্দুল হকের ছেলে ইকবাল হোসেন (২৪)।
এদিকে আজ রবিবার সকালে মারামারি মামলার আসামি উপজেলার পাটলী ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রোমের চেরাগ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬), আলমগীর হোসেন (২৭) ও একই গ্রামের গেদু মিয়ার ছেলে সিদ্দিক আলীকে (৩২) আটক করে পুলিশ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

