ডায়ালসিলেট ডেস্ক::জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। প্রতিবছর এই দিনে মিমকে সারপ্রাইজ দিতে বিশেষভাবে কোনো না কোনো আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এবারের জন্মদিনটা তার খানিকটা মলিনভাবে কাটছে। করোনার কারণে বাসা থেকেই বের হননি মিম। শুধু মাত্র প্রথম প্রহরে রাতে নিজ বাসায় পরিবারের সঙ্গে কেক কাটেন। ডায়ালসিলেট এর পক্ষ থেকে দুপুর আড়াইটায় জন্মদিনের শুভেচ্ছা ও কীভাবে দিনটি কাটছে তা জানতে ফোন করা হলে এ কথা জানান মিম। তিনি বলেন, জন্মদিনে ঘরবন্দি হয়ে আছি। এবার বাসায় বলে দিয়েছি কোনো কিছু যেন না করে।
Thank you for reading this post, don't forget to subscribe!তারপরেও রাত ১২ টায় ছোট একটা সারপ্রাইজ দিয়েছে। পরে কেক কাটতে হয়েছে। কিন্তু বাসার বাইরে যাচ্ছি না। আর কোনো আয়োজনও নেই। ছোটবেলার জন্মদিনের স্মৃতি নিয়ে মিম বলেন, ছোটবেলাতে বেশ ঘটা করে আমার জন্মদিন পালন করা হতো। বন্ধু-বান্ধব, কাছের মানুষ সবাই আসতো। খুব ভালো লাগেতো। মিস করি সেই দিনগুলো।

