ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জে জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদের মরদেহ উদ্ধারের ঘটনায় জমিয়তের অন্য গ্রুপের নেতা গ্রেফতার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল হাফিজকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক এসএম শেফায়েত ছালাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
তিন দিনের রিমান্ডের এ তথ্যটি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন ।
উল্লেখ্য, মাওলানা মুশতাক আহমদ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর এলাকার শ্যামনগর সুরমা নদীতে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় গত রোববার মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে সিলেট শহর থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ ।

