২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট
এসএমপিতে ওসি বদল

জাতীয় নির্বাচন সামনে রেখে এসএমপির ছয় থানার ওসিদের একযোগে রদবদল

জাতীয় নির্বাচন সামনে রেখে এসএমপির ছয় থানার ওসিদের একযোগে রদবদল

সিলেট মহানগর পুলিশের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে একযোগে বদলি করেছে এসএমপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা (পিপিএম–সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং মাঠপর্যায়ে তদারকি আরও গতিশীল করতেই এ রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, কোতোয়ালি থানা থেকে ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে পাঠানো হয়েছে শাহপরাণ থানায়। আর শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোতোয়ালি থানায়। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এয়ারপোর্ট থানায়। মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে স্থানান্তর করা হয়েছে জালালাবাদ থানায়।

এ ছাড়া ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আব্দুল হাদিকে বদলি করে পাঠানো হয়েছে পুলিশ কমিশনারের কার্যালয়ের অপরাধ শাখায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের দায়িত্বশীলতা, মাঠপর্যায়ের কার্যক্রমের সামগ্রিক গতি এবং কৌশলগতভাবে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতেই একযোগে এ বদলি করা হয়েছে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });