ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ৬ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার(১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, কোতোয়ালী থানার রায়নগর রাজবাড়ী বসুন্ধরা ৩৭/৯ ঠিকানার আব্দুল লতিফের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০), কাজিটুলা ব্লক-বি’র ৬নং বাসার মৃত আব্দুর রহিমের ছেলে সুমন আহমদ (৩৪), এয়ারপোর্ট থানার চৌকিদেখী খোকন মিয়ার বাসার নূরুল ইসলামের ছেলে খোকন মিয়া (২৫), চৌকিদেখী ১নং গলির ৩২/১নং বাসার হেলাল মিয়ার ছেলে রাজু আহমদ (২৬), মজুমদারী ৮৭/২নং বাসার মো. বাবুল মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২৬) ও শাহপরাণ (র.) থানার উত্তর বালুচরের শামছুল আলমের ছেলে মো. রুমন আহমদ (৩০)।
এ তথ্যটি বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান মসজিদ গলির ভিতর জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীও জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

