
ডায়াল সিলেট ডেস্ক:-
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে তিন জন দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
আটককৃতরা হলেন—মো. সোহেল মিয়া (৩৩), মো. জলিল সরদার (৪০) এবং এনাম মিয়া (৩৪)। এরা দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ টিকিট সংগ্রহ করে যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় টিকিটের দালাল চক্র সক্রিয় ছিল। যাত্রীরা অনলাইনে টিকিট না পেয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছিলেন।
মঙ্গলবার(১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ৩০ মিনিটে র্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পরবর্তীতে আটককৃতদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালতের রায় অনুযায়ী তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, “রেলস্টেশনসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই অভিযানের ফলে রেলস্টেশনে যাত্রীদের হয়রানি কমবে এবং টিকিট কালোবাজারি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।