ধোপাদীঘি পরিদর্শনে ভারতীয় রাষ্ট্রদূত

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ও শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের কমিশনার প্রণয় কুমার ভার্মা। বুধবার তিনি তামাবিল আসেন।
তামাবিল ইমিগ্রেশনে প্রবেশ করলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতের হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ভারতের পোর্ট ও অভিবাসন কেন্দ্র পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরজ কুমার জয়সওয়াল, সেকেন্ড সেক্রেটারি রাম প্রকাশ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, ওসি নজরুল ইসলামসহ কাস্টমস, বিজিবি ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা।
বধ্যভূমিটি পরিদর্শনকালে সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এর সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজে জটিলতার বিষয়টি গোয়াইনঘাটের ইউএনও ভারতের হাইকমিশনারের কাছে তুলে ধরেন। এ সময় প্রণয় ভার্মা দ্রুত এ জটিলতা সমাধানের আশ্বাস দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ধোপাদীঘি পরিদর্শনে ভারতীয় রাষ্ট্রদূত : সিলেটের ঐতিহ্যবাহি ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিসিক মেয়র ও ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
বুধবার বিকেলে সিলেট সফরের অংশ হিসেবে নগরের ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রকল্প এলাকা ঘুরে দেখান।
ভারত সরকারের অর্থায়নে ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *