ডায়ালসিলেট ডেস্ক:;সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা বড়দল (উত্তর) ইউনিয়নের নয়াছড়ায় (চাঁনপুর) অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় ৩টি স্টিলবডির নৌকা ও পাথর উত্তোলনকারী ৯ জন শ্রমিককে আটক করেছেন ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার দাশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করেন।

আটককৃত শ্রমিকরা হলেন- উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোক্তার মিয়া (৩৪), মৃত আবুল কালামের ছেলে আজগর আলী (৩০), আব্দুস সালামের ছেলে রফিক মিয়া (৩০), নুর ইসলামের ছেলে নুর আলী (২৯), লায়েছ মিয়ার ছেলে জহির মিয়া (২৬), আব্দুল অদুদের ছেলে আশরাফুল (১৯), তাহের মিয়ার ছেলে জিন্নাত আলী (২২), পার্শ্ববর্তী হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত আবু তালেব মুন্সীর ছেলে সাকির আহমদ (২২) ও মৃত রহম আলীর ছেলে শাহ আলম (২৮)।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একদল শ্রমিক বড়দল (উত্তর) ইউনিয়নের নয়াছড়ায় অবৈধভাবে মরা পাথর উত্তোলন করে নৌকা ভর্তি করছিলেন। বিষয়টি তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নজরে এলে তাঁর নির্দেশে ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাশের নেতৃত্বে ও তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মো. আবু মুছার সহযোগিতায় ৯ জন শ্রমিককে আটক করে নৌকাসহ থানায় নিয়ে যায় পুলিশ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এ/১৩

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *