
ডায়াল সিলেট ডেস্ক:-
সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবাসহ আল ফয়সাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে।
শুক্রবার দুপুরে আল ফয়সালকে গ্রেফতার ও তার অপর এক সহযোগী মাদক কারবারিকে পলাতক দেখিয়ে পুলিশ বাদী হয়ে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে।
আল ফয়সাল তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের নাগরপুর (টেন্ডারপাড়া) গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃত সুজাত মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (মামলার বাদী) এসআই হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।