ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামে শিশু ইমন হত্যা মামলার প্রধান আসামী সায়মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সায়মন পার্শ্ববর্তী ছাতক উপজেলার বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকা থেকে সেলিম আহমদ সায়মনকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার সকালে ঘাতক সায়মনকে আদালতে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ঘাতক সায়মনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে ১৬৪ ধারায় সে শিশু ইমনকে হত্যার কথা স্বীকার করেছে।

