২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক:-

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খরশনা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানু রহমান।

তোয়াজিদুল হক তুহিন আওয়ামী লীগ নেতা হলেও বর্তমানে তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারিত। তাঁর অনুপস্থিতিতে লালাবাজার ইউনিয়নে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তুহিনের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক হত্যা ও বিস্ফোরক মামলাও রয়েছে, যেগুলো আওয়ামী লীগ সরকার পতনের পর সময়কালে রুজু করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।