ডায়ালসিলেট ডেস্ক:দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত রশিদ আহমদ (৩০) গ্রেফতার। গতকাল (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইসমাইল পিপিএম-বার এর নেতৃত্বে এসআই যতন চন্দ্র পাল, এসআই মোঃ মামুন মিয়া, এএসআই মোঃ আপন মিয়া, এএসআই মোঃ মোখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রশিদ আহমদ’কে গ্রেফতার করেন।
রশিদ আহমদ আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রীয় সদস্য। তার নামে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জৈন্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি ডায়ালসিলেটকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল।