ডায়ালসিলেট ডেস্ক ::
Thank you for reading this post, don't forget to subscribe!দক্ষিণ সুরমা থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ বিলাল আহমদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ সুরমা উপজেলার হিলুরাজী বাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বিলাল হিলু রাজীবাড়ী এলাকার মৃত তছলিম মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল হোসাইন এর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার অনুমান মুল্য সাড়ে ৭হাজার টাকা। পরে তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের একটি মামলা রয়েছে।

