ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের দিরাইয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) এগুলো উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইদ্রিস আলী ও এসআই আব্দুল কাদিরের নেতৃত্বে অভিযানে উপজেলার রাজানগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ রবি দাসের বাড়ি থেকে ২৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পরে বিকেলে তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের শুক্ল বৈদ্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত শুক্ল বৈদ্যকে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন একমাসের জেল দেন ও উদ্ধারকৃত গাঁজা ধ্বংসের আদেশ প্রদান করেন।

