নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় দুটি ল্যাবে মোট সনাক্ত হয়েছেন ৭৪জন। রবিবার রাত পর্যন্ত দুটি ল্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৭ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৪৭জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭ হাজার ৪৮৭ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮৫টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৭ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৬১ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৪ জন ও পুরুষ ২৩ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জ জেলা ১ , মৌলভীবাজার জেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৭ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এদের মধ্যে সিলেট জেলায় ২৪জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩জন আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ৪৪জন, সুনামগঞ্জ ২৫জন, মৌলভীবাজারে ১ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৪ জন ।

